টয়োটাকে ছাড়িয়ে গেল ইলন মাস্কের টেসলা
বিশ্বের সবচেয়ে দামি গাড়ি নির্মাতা কোম্পানির স্থানটি দখল করেছে মার্কিন জায়ান্ট টেসলা। স্থানীয় সময় বুধবার বিখ্যাত জাপানি গাড়ি নির্মাতা কোম্পানি টয়োটাকে ছাপিয়ে টেসলার শেয়ারমূল্য ছিল রেকর্ড সর্বোচ্চ ১ হাজার ১৩৪ বিলিয়ন ডলার। বিবিসি নিউজ অনলাইনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বুধবার বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন কোম্পানি টেসলার শেয়ারের দাম রেকর্ড সর্বোচ্চ হওয়ার পর বাজারমূল্য দাঁড়ায় ২ হাজার ৯৪৭ কোটি ডলারে; যা টয়োটার বর্তমান বাজারমূল্যের চেয়েও চারশ কোটি ডলারেরও বেশি।
অবশ্য ২০১৯ সালে টয়োটার গাড়ি বিক্রির সংখ্যা ৩০ গুণ বেড়েছে এবং একই বছর কোম্পানিটির মুনাফা বেড়েছে ১০ গুণেরও বেশি। ২০২০ সালের শুরু থেকেই টেসলার বাজারমূল্য বাড়তে শুরু করে। বিনিয়োগকারীদের মধ্যে ইলেকট্রিক গাড়ির ভবিষ্যৎ নিয়ে ভরসার জায়গা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতেই এই ঊর্ধ্বগতি বলে জানায়ে বিবিসি।
টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক গত মে মাসে টুইট করে বলেন, ‘টেসলার শেয়ারমূল্য বড় বেশি।’ তার এমন টুইটের পর টেসলার বাজারমূল্য এক হাজার চারশ কোটি ডলার কমে যায়। তবে তা সত্ত্বেও তার কোম্পানির বাজারমূল্য রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাওয়ার ঘটনা ঘটলো।
চলতি বছরের মার্চ পর্যন্ত এক কোটি ৪৬ লাখ গাড়ি বিক্রি করে টয়োটা। তাতে মুনাফা হয়েছে ২৮ হাজার একশ ২০ কোটি ডলার। অন্যদিকে ২০১৯ সালে টেসলার তিন লাখ ৬৭ হাজার ২০০ গাড়ি বিক্রি করে। এ থেকে মুনাফা হয়েছে দুই হাজার ৪৬০ কোটি ডলার।
এসএ/এমকেএইচ