এক কোটি ৬৪ লাখ করোনা রোগীর এক কোটিই সুস্থ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১২ পিএম, ২৭ জুলাই ২০২০

বর্তমান বিশ্বে এখন এক আতঙ্কের নাম প্রাণঘাতী করোনাভাইরাস। এখন পর্যন্ত ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বিশ্বের শক্তিধর দেশগুলোও করোনার হানায় বিপর্যস্ত হয়ে পড়েছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকায় করোনার সংক্রমণ সবচেয়ে বেশি।

এখন পর্যন্ত বিশ্বের ১ কোটি ৬৪ লাখ ২৪ হাজার ৮৪১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ৬ লাখ ৫২ হাজার ৩৪৩ জন। তবে করোনা থেকে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৫২ হাজার ৯৭৮ জন।

এদিকে, করোনায় এখন পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৭১ হাজার ৮৩৯। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৪৯ হাজার ৮৪৯ জন। অপরদিকে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২০ লাখ ৯০ হাজার ১২৯ জন।

ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ১৯ হাজার ৯০১। এর মধ্যে মারা গেছে ৮৭ হাজার ৫২ জন। ইতোমধ্যেই দেশটিতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৬ লাখ ৩৪ হাজার ২৭৪ জন।

লাতিন আমেরিকার মধ্যে এখন পর্যন্ত ব্রাজিলেই করোনায় আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি। দেশটিতে প্রথম করোনা রোগী শনাক্তের পাঁচ মাস পর করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ছাড়িয়ে গেল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রোববার নতুন করে আরও ২৪ হাজার ৫৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।

অপরদিকে, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৪৯ হাজার ৯৩১ জন। ফলে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩৫ হাজার ৪৫৩।

এদিকে, একদিনেই মারা গেছে আরও ৭০৮ জন। ফলে এখন পর্যন্ত মারা গেছে মোট ৩২ হাজার ৭৭১ জন। তবে দেশটিতে সুস্থতার হারও বেড়েছে। ইতোমধ্যেই ৯ লাখের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছে। অর্থাৎ সুস্থতার হার ৬৩ দশমিক ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে প্রায় ৩২ হাজার মানুষ।

অপরদিকে রাশিয়ায় এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ১২ হাজার ৪৮৫। এর মধ্যে মারা গেছে ১৩ হাজার ২৬৯ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৬ লাখ ২৫০ জন।

দক্ষিণ আফ্রিকায় করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছেই। দেশটিতে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাসে আরও ১১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে।

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে নতুন করে একদিনে আরও ১১ হাজার ২৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।

ফলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪৫ হাজার ৪৩৩। এক টুইট বার্তায় দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওয়েলি খিজ জানিয়েছেন, দেশটিতে এখন পর্যন্ত কোভিড-১৯ সংক্রমণে ৬ হাজার ৭৬৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ২ লাখ ৬৫ হাজার ৭৭ জন।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।