করোনায় মেক্সিকোর চিহুয়াহুয়ার স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যু
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মেক্সিকোর চিহুয়াহুয়া প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী ডা. জিসুস গ্রাজেদা। রোববার প্রদেশের গভর্নর দেশটির এই স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, করোনায় আক্রান্ত হওয়ার প্রায় দুই সপ্তাহ পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মন্ত্রী জিসুস।
চিহুয়াহুয়া প্রদেশের গভর্নর জাভিয়ার কোরাল ফেসবুকে দেয়া এক পোস্টে লিখেছেন, এই মুহূর্তে গভীর দুঃখবোধ ছাড়া কোনও অনুভূতি প্রকাশ করার ভাষা আমার জানা নেই। করোনা চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মন্ত্রী জিসুস মারা গেছেন বলে জানান গভর্নর।
করোনায় বিশ্বে চতুর্থ সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে মেক্সিকোতে। দেশটিতে সোমবার পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৪৩ হাজার ৬৮০ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯০ হাজার ৫১৬ জন।
বর্তমানে করোনাভাইরাস মহামারিতে শনাক্ত রোগীর সংখ্যায় বিশ্বে শীর্ষে রয়েছে লাতিন আমেরিকা। করোনাভাইরাসের নতুন কেন্দ্র হয়ে উঠছে এই অঞ্চলের দেশগুলো।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলছে, বিশ্বে মোট করোনা আক্রান্তের ২৬ দশমিক ৮৩ শতাংশই এখন লাতিন আমেরিকার। এই অঞ্চলে কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ লাখ ২৭ হাজার ১৬০ জনে। অন্যদিকে, বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ৬১ লাখ ছাড়িয়েছে।
এসআইএস/এমএস