ব্রাজিলে একদিনে প্রায় ৭০ হাজার আক্রান্তের রেকর্ড
বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ করোনা সংক্রমিত দেশ ব্রাজিলে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। বুধবার লাতিন আমেরিকার দেশটি করোনা রোগী শনাক্ত ও মৃত্যু উভয় ক্ষেত্রেই গড়েছে নতুন রেকর্ড।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার দেশটিতে নতুন করে ৬৯ হাজার ৭৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন, যা এখন পর্যন্ত তাদের একদিনে রোগী শনাক্তের রেকর্ড। একই দিন করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৫৯৫ জন, এটিও একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড।
এ নিয়ে ব্রাজিলে এ পর্যন্ত ২৫ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৯০ হাজার ১৩৪ জন।
আক্রান্ত-মৃত্যুর পাহাড়ের মধ্যেই ব্রাজিলের অর্থনৈতিক কার্যক্রম পুরোদমে চালুর উদ্যোগ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। দেশটির জনগণও অনেক ক্ষেত্রেই সামাজিক দূরত্ব না মেনে বিভিন্ন, বার, রেস্টুরেন্ট ও সমাবেশস্থলে জড়ো হচ্ছেন।
মহামারির মধ্যে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট বোলসোনারোও সামাজিক দূরত্বের বিধি না মেনে বেশ কয়েকবার সমাবেশ করেছেন। চলতি মাসে তিনি নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। বেশ কয়েক সপ্তাহ ভুগে অবশ্য সুস্থ হয়ে উঠেছেন তিনি। তবে এর পেছনে হাইড্রোক্সিক্লোরোকুইনের অবদান রয়েছে বলে দাবি করছেন বোলসোনারো, যদিও ম্যালেরিয়ার এ ওষুধটি কোভিড-১৯ চিকিৎসায় ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন গবেষকরা।
সূত্র: দ্য গার্ডিয়ান
কেএএ/জেআইএম