দিল্লিতে যুক্তরাজ্যফেরত ৪ জনের দেহে নতুন ধরন
ভারতের রাজধানী দিল্লিতে যুক্তরাজ্য ফেরত ৩৮ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। এদের মধ্যে চারজনের নমুনায় কোভিডের নতুন ধরনের (স্ট্রেন) সন্ধান মিলেছে।
বৃহস্পতিবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এ পর্যন্ত যুক্তরাজ্য ফেরত ৩৮ জনের কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ। আক্রান্তদের প্রত্যেককে হাসপাতালের পৃথক আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।
তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে চারজন যুক্তরাজ্য থেকে কোভিড-১৯ এর নতুন স্ট্রেন বয়ে এনেছেন। বিদেশ থেকে ফিরে এই চারজন যাদের সংস্পর্শে এসেছেন, তাদেরও চিহ্নিত করে কোভিড টেস্ট করা হয়েছে। কিন্তু রিপোর্টে কিছু ধরা পড়েনি।
সত্যেন্দর জৈন জানান, যুক্তরাজ্যের ফ্লাইট আপাতত বন্ধ রয়েছে। তবে সম্প্রতি যারা যুক্তরাজ্য থেকে দিল্লিতে ফিরেছেন, তাদের প্রত্যেককে খুঁজে বের করে করোনা পরীক্ষা করা হয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এক সিনিয়র মুখপাত্র জানান, চারজন নয়, দিল্লিতে নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বেড়ে সাতজন হয়েছে। এর মধ্যে চারজনের বাড়ি দিল্লিতে। বাকিরা অন্যত্র থাকেন।
এদিক বুধবার দিল্লিতে ৬৭৭ জনের নতুন করে করোনা ধরা পড়ে। এর মধ্যে মারা গেছেন ২১ জন। কোভিড টিকা নিয়ে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রাজধানীতে এক হাজার কেন্দ্র খুলে সেখান থেকে ভ্যাকসিন টিকা দেয়া হবে।
বিএ/এমএস