অক্সিজেন সংকট : ভারতে ১১ করোনা রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২১ এএম, ১১ মে ২০২১

ভারতের অন্ধ্র প্রদেশের তিরুপাতিতে একটি সরকারি হাসপাতালে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে আইসিইউতে থাকা অন্তত ১১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়, সোমবার সন্ধ্যায় অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে মৃত্যুর এ ঘটনা ঘটে।

যে জেলায় ওই হাসপাতাল সেখানকার কালেক্টরেট ‘মাত্র ৪-৫ মিনিট অক্সিজেন ছিল না’ বলে দাবি করলেও মৃত রোগীদের স্বজনরা দাবি করেছেন, ‘হাসপাতালে অন্তত ২৫ মিনিট অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল’।

কালেক্টরেট এম হরি নারায়ণ বলেন, ‘অক্সিজেন সিলিন্ডার পরিবর্তন করতে গিয়ে ৪-৫ মিনিট অক্সিজেন সরবরাহে বিঘ্ন ঘটে।’

১১০০ বেডের ওই হাসপাতালে আইসিউতে ১০০ এবং অক্সিজেন সরবরাহ আছে এমন বেডে ৪০০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন।

এর আগের দিনই হায়দরাবাদের তেলেঙ্গানায় একটি সরকারি হাসপাতালে ২ ঘণ্টা অক্সিজেন ছিল না। সে ঘটনায় অন্তত তিনজন রোগী প্রাণ হারান।

এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।