পশ্চিমবঙ্গে দৈনিক আক্রান্ত কমেছে, বেড়েছে সক্রিয় রোগী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৮ এএম, ১৮ জুন ২০২১

ভারতের পশ্চিমবঙ্গে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমতির দিকে। বৃহস্পতিবার (১৭ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮ জন। এই সময়ের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৬৪ জনের। সংক্রমণের হার ৫ দশমিক ৭২ শতাংশ।

বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ৭৪ হাজার ২৪৯ জনে। তবে দৈনিক সংক্রমণ কমলেও বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে রাজ্যটিতে সক্রিয় রোগীর সংখ্যা ২২ হাজারেরও বেশি।

তবে রাজ্যজুড়ে দৈনিক সংক্রমণ কমলেও উত্তর ২৪ পরগনা এবং কলকাতার করোনার সংক্রমণের হার এখনও উদ্বেগজনক। বৃহস্পতিবারের আগে ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ৪৩১ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। কলকাতায় সংক্রমিত হয়েছেন ৩৬৬ জন। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৭ জনের। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।