পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ কিছুটা বাড়লেও কমেছে সক্রিয় রোগী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩০ এএম, ২৫ জুন ২০২১

ভারতের পশ্চিমবঙ্গে টানা চার দিন ধরে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দুই হাজারের নিচে রয়েছে। গতকাল বৃহস্পতিবারও দৈনিক আক্রান্তের থেকে সুস্থের সংখ্যা বেশি। তবে বুধবারের তুলনায় সংক্রমণের হার কিছুটা বেড়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনের এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৯২৩ জনের। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪ লাখ ৮৯ হাজার ২৮৬ জনের দাঁড়াল। এর মধ্যে দৈনিক সংক্রমণ সবচেয়ে বেশি উত্তর ২৪ পরগনায়, ২১৭ জন। তবে দীর্ঘ দিন ধরে সংক্রমণের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা কলকাতাকে সরিয়ে এ জায়গায় উঠে এসেছে হুগলি। সেখানে শনাক্ত হয়েছে ১৮৯ জনের।

কলকাতায় দৈনিক করোনা শনাক্তের সংখ্যা ১৫৫। এছাড়া দার্জিলিংয়ে ১৫৪, পশ্চিম মেদিনীপুরে ১৫১, পূর্ব মেদিনীপুরে ১৪৮, হাওড়ায় ১১৫, জলপাইগুড়িতে ১১১, দক্ষিণ ২৪ পরগনায় ১১০, নদিয়ায় ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা পরীক্ষা হয়েছে ৫৫ হাজার ৬৭৪টি। এর মধ্যে এক হাজার ৯২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের হার ৩.৪৬ শতাংশ। রাজ্যে মোট সংক্রমণ ১০.৭২ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন এক হাজার ৯৫২ জন। এর ফলে রাজ্যে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৪৯ হাজার ৪৬২ জনে। এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী রয়েছেন ২২ হাজার ৩০৮ জন, যা বুধবারের তুলনায় ৭০ জন কম।

গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে ৪১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় নয়জন এবং কলকাতায় আটজন রয়েছেন। এ নিয়ে রাজ্যে করোনায় মোট মৃত্যু হলো ১৭ হাজার ৫১৬ জনের।

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ৩ লাখ ৬৪ হাজার ৩২২ জনের টিকা দেয়া হয়েছে। এই নিয়ে রাজ্যে মোট দুই কোটি ৯৮৮ জন টিকা দেয়া হলো।

এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।