স্কুল খোলার দাবিতে পেরুতে আন্দোলনে অভিভাবকরা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ২২ আগস্ট ২০২১

স্কুল খোলার দাবিতে পেরুর রাজধানী লিমায় শত শত অভিভাবক রাস্তায় নামেন। বাচ্চাদের সরাসরি ক্লাসে অংশগ্রহণের দাবি জানিয়েছেন তারা। করোনা মহামারির কারণে ২০১৯ সালের ডিসেম্বর থেকে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। দেড় বছর ধরে শিশুরা সরাসরি ক্লাসে অংশ নেওয়া থেকে বিরত রয়েছে, আর তাই স্কুল খোলার দাবি তাদের।

স্কুল খোলার দাবিতে একটি সংগঠনও গঠন করা হয় গত মার্চে। সংগঠনটির প্রধান মিলাগরোস সেইন্জ বলেন, আমাদের দেশের মানুষ ভুলেই গেছে শিক্ষা কি জিনিস। সরকারের স্কুল খোলার কোনো পরিকল্পনাও নেই বলে অভিযোগ করেন তিনি।

২০২০ সালের মার্চের দিকে পেরুতে করোনা ভয়াবহ রুপ ধারণ করে যখন স্কুল কেবল পুরোদমে শুরু হয়েছে। দেশটির প্রেসিডেন্ট সব স্কুল-কলেজ বন্ধ রাখার ঘোষণা দেন সেসময়।

১৭ মাস পর শুধু পাঁচ হাজার ৩৫০টি স্কুল সরাসরি ক্লাস নেওয়ার অনুমতি পেয়েছে ২ লাখ ২০ হাজার শিক্ষার্থীর জন্যে। ২০১৯ সালের হিসাব অনুযায়ী, ৮০ লাখ স্কুল শিক্ষার্থী রয়েছে দেশটিতে।

সূত্র: লা প্রিন্সা লাতিনা

এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।