বইজুড়ে দেব-দেবীদের আপত্তিকর ছবি, গুজরাটে পোড়ানো হলো ‘কামসূত্র’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৪১ এএম, ৩০ আগস্ট ২০২১
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

হিন্দু ধর্মের দেব-দেবীদের অপমান করার অভিযোগে ভারতে ‘কামসূত্র’ পুড়িয়ে দিয়েছে বজরং দলের সমর্থকরা। গুজরাটের আহমেদাবাদে এই ঘটনা ঘটে।

তাদের অভিযোগ, সেই বইয়ে হিন্দু দেব-দেবীকে আপত্তিজনক বা অশ্লীল অবস্থায় দেখানো হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, গত শনিবার রাতে আহমেদাবাদের সারখেজ-গান্ধীনগর মহাসড়ক সংলগ্ন একটি উপহার সামগ্রী ও বইয়ের দোকানে প্রবেশ করে বজরং দলের এক ডজন কর্মী। এসময় তারা সেখান থেকে একটি কামসূত্র বই হাতে নেয়। পরে সেটা দোকানের বাইরে এনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এসময় তাদের ‘হর হর মহাদেব’, ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে দেখা যায়।

jagonews24

এ বিষয়ে উত্তর গুজরাটের বজরং দলের সভাপতি জ্বলিত মেহতা বলেন, আমরা অভিযোগ পেয়েছি যে, হিন্দু দেবতা ভগবান শ্রীকৃষ্ণকে আপত্তিকরভাবে দেখানো একটি বই বিক্রি হচ্ছে। পরে আমরা সেই দোকানে গিয়ে দেখতে পাই, সেখানে একটি বই আছে। যাতে শ্রীকৃষ্ণ এবং রাধাকে চিত্রিত করে অনেক আপত্তিকর ছবি এবং মন্তব্য প্রকাশ হয়েছে।

বজরং দলের এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা বইয়ের দোকান মালিকদের সতর্ক করেছি। তারা যদি আবার হিন্দুদের অনুভূতিতে আঘাত করে ও এমন আপত্তিকর বই রাখে, তাহলে তাদের দোকানে আগুন লাগিয়ে দেব।

জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।