ভারতে করোনায় আরও ২১৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২১

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৭ হাজার ২৫৪ জনের। এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা হলো ৩ কোটি ৩২ লাখ ৬৪ হাজার ১৭৫ জন। খবর: আনন্দবাজার পত্রিকা।

রোববারের তুলনায় সোমবার দৈনিক মৃত্যুও অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১৯ জনের। এ নিয়ে ভারতে করোনায় মোট মৃত্যু হলো ৪ লাখ ৪২ হাজার ৮৭৪ জনের।

jagonews24

আক্রান্তের সংখ্যা কম হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যাও ফের কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী কমেছে ১০ হাজার ৬৫২ জন। এখন দেশটিতে সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৭৪ হাজার ২৬৯ জন।

এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।