নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ২০


প্রকাশিত: ০৫:১৪ এএম, ২১ নভেম্বর ২০১৪

উত্তর-পূর্ব নাইজেরিয়ায় সন্দেহভাজন বোকো হারামের সদস্যদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। খবর আলজাজিরার।

মাফা’র স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেত্তিমা লাওয়ান বলেন, বর্নো রাজ্যের মাফা’র আজাইয়া কুরা’র একটি গ্রামে বুধবার এ ঘটনা ঘটে। এ হামলাকে ‘নীতিবহির্ভূত ও ঘৃণ্য’ বলে উল্লেখ করেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে মোটরসাইকেলযোগে আসা একদল সশস্ত্র যোদ্ধা এ হামলা চালায়।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় ৫০ জন আহত হয়েছে। বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরি থেকে ৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত মাফা অঞ্চলে বোকো হারামের সদস্যরা প্রায়ই হামলা চালিয়ে থাকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।