রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: যুক্তরাষ্ট্রে লাফিয়ে বাড়ছে গ্যাসের দাম

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:০১ পিএম, ০৫ মার্চ ২০২২
ছবি: সংগৃহীত

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্বের সব প্রান্তে। বিশেষ করে তেলের দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে গ্যাসের দামও লাফিয়ে বাড়ছে। মার্কিন গ্যাসের দাম এরই মধ্যে এমনভাবে বেড়েছে যা ২০০৫ সালের হ্যারিকেন ক্যাটরিনার পর আর দেখা যায়নি। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রে গড়ে এক গ্যালন গ্যাসের দাম শুক্রবার (৫ মার্চ) বেড়ে দাঁড়ায় তিন দশমিক ৮৪ ডলারে। যা ২০১২ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ ও বৃহস্পতিবারের চেয়ে ১১ সেন্ট বেশি। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন এ তথ্য জানিয়েছে।

এদিকে বুধবারের পর গ্যাসের মূল্য বেড়েছে ১৮ সেন্ট ও ইউক্রেনে রাশিয়ার হামলার পর বেড়েছে ২৯ সেন্ট। ২০০৫ সালে হ্যারিকেন ক্যাটরিনার আঘাতের পর এটাই সর্বোচ্চ মূল্য বৃদ্ধি। এক বছর আগে যুক্তরাষ্ট্রে গড়ে এক গ্যালন গ্যাসের দাম ছিল দুই দশমিক ৭৫ ডলার।

অন্যদিকে শুক্রবার (৪ মার্চ) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম বেড়েছে ব্যারেলপ্রতি ৭ দশমিক ৬৫ ডলার। দিন শেষে এর দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ১১৮ দশমিক ১১ ডলার, যা ২০১৩ সালের ফেব্রুয়ারির পর থেকে সর্বোচ্চ।

এছাড়া, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৮ দশমিক ০১ ডলার বা ৭ দশমিক ৪ শতাংশ বেড়ে স্থির হয় প্রতি ব্যারেল ১১৫ দশমিক ৬৮ ডলারে, যা ২০০৮ সালের পর থেকে সর্বোচ্চ।

ইউক্রেনে রাশিয়ার হামলা গড়ালো দশম দিনে। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে প্রেসিডেন্ট পুতিন সরকারের নিরাপত্তা বাহিনী। শত্রু সেনাদের প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিরাপত্তা বাহিনীও। দু'পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে এখনো। এরই মধ্যে এ যু্দ্ধের প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে।

এমএসএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।