রাশিয়া থেকে ‘ডিসকাউন্টে’ তেল কিনবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ১৪ মার্চ ২০২২
ছবি: সংগৃহীত

রাশিয়ার কাছ থেকে বিশেষ ছাড় পাওয়া মূল্যে তেল কেনার বিষয়টি বিবেচনা করছে ভারত। রাশিয়ার সঙ্গে ডলারে লেনদেনে পশ্চিমাদের নিষেধাজ্ঞা থাকায় তেলের মূল্য পরিশোধ হতে পারে রুপি-রুবল ট্রানজেকশনের মাধ্যমে। দুই ভারতীয় কর্মকর্তার বরাতে সোমবার (১৪ মার্চ) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভারত সাধারণত তার চাহিদার ৮০ শতাংশ তেলই বিদেশ থেকে আমদানি করে, যার মধ্যে দুই থেকে তিন শতাংশ নেয় রাশিয়া থেকে। কিন্তু চলতি বছর জ্বালানি তেলের দাম ৪০ শতাংশের বেশি বেড়ে যাওয়ায় দেশটি এখন রাশিয়া থেকে আমদানির পরিমাণ বাড়াতে চাচ্ছে।

ভারত সরকারের এক কর্মকর্তা বলেন, রাশিয়া তেলসহ বিভিন্ন পণ্যে বড় ছাড়ের অফার দিচ্ছে। আমরা এটি খুশিমনেই গ্রহণ করবো। আমাদের ট্যাংকার, বিমা কাভারেজ, তেলের মিশ্রণের মতো কিছু সমস্যার সমাধান করতে হবে। সেটি হয়ে গেলেই আমরা ডিসকাউন্ট অফারটি গ্রহণ করবো।

পশ্চিমা নিষেধাজ্ঞার বিপদ এড়াতে আন্তর্জাতিক অনেক ক্রেতাই রাশিয়ার তেল-গ্যাস এড়িয়ে চলছে। কিন্তু নামপ্রকাশে অনিচ্ছুক ওই ভারতীয় কর্মকর্তা বলেছেন, এই নিষেধাজ্ঞা তাদের রুশ জ্বালানি আমদানি থেকে আটকাতে পারবে না।

তিনি জানান, রাশিয়ার তেলসহ বিভিন্ন পণ্য আমদানিতে মূল্য পরিশোধের জন্য রুপি-রুবল ট্রানজেকশনের একটি ব্যবস্থা করা হচ্ছে।

তবে ভারত ঠিক কী পরিমাণ তেল আমদানি করবে এবং রাশিয়া কী ধরনের ডিসকাউন্ট অফার দিয়েছে তা জানাননি ওই দুই কর্মকর্তা।

তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ভারতের অর্থ মন্ত্রণালয়ের বক্তব্য পাওয়া যায়নি।

কেএএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।