ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়তে নাম লিখিয়েছে ৪০ হাজার সিরীয়

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ১৫ মার্চ ২০২২
ছবি: সংগৃহীত

ইউক্রেনে যুদ্ধ করতে সিরিয়ার ৪০ হাজার মানুষের নাম তালিকাভুক্ত করেছে রাশিয়া। তবে এদের কেউই স্বেচ্ছাযোদ্ধা নয়। বরং অর্থ ও অন্যান্য সুযোগ-সুবিধার লোভ দেখিয়ে সিরীয়দের ভাড়া করা হচ্ছে বলে দাবি করেছে যুক্তরাজ্য-ভিত্তিক বেসরকারি সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর)।

ব্রিটিশ এনজিও’টি বলেছে, সিরিয়ায় ৪০ হাজার ‘ভাড়াটে সৈন্য’ জোগাড় করলেও রাশিয়া এখন পর্যন্ত কাউকে ইউক্রেনে পাঠায়নি। তবে ইউক্রেনীয় সংস্থা ইউনিয়ান দাবি করেছে, প্রথম ধাপে এরই মধ্যে ৪০০ সিরীয় যোদ্ধাকে ইউক্রেন সীমান্তে পাঠিয়ে দিয়েছে রাশিয়া।

বলা হচ্ছে, এ ধরনের ভাড়াটে সৈন্যদের জন্য রাশিয়ার রোস্তভ এবং বেলারুশের গোমেল অঞ্চলে ইউক্রেন সীমান্তের কাছাকাছি থাকার জায়গা ও প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হয়েছে।

এসওএইচআর গত সোমবার (১৪ মার্চ) এক বিবৃতিতে দাবি করেছে, সিরিয়ায় এখন পর্যন্ত ৪০ হাজার যোদ্ধা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে নামতে নাম লিখিয়েছেন। দামেস্ক ও আলেপ্পোয় রুশ বাহিনী এবং সিরীয় সরকারের নিয়ন্ত্রিত বিভিন্ন স্থাপনা ব্যবহার করে এ ধরনের যোদ্ধা সংগ্রহের কাজ চলছে।

রাশিয়াকে এ বিষয়ে সহযোগিতা করা নেটওয়ার্কগুলোর মধ্যে বাথ পার্টির নাম উল্লেখ করেছে এসওএইচআর। এই দলটি প্রায় অর্ধ-শতাব্দী সিরিয়ায় ক্ষমতায় ছিল এবং গোটা দেশে তাদের প্রতিনিধি রয়েছে।

এছাড়া, সিরিয়ার রাজধানী এবং আলেপ্পো শহরের ইয়ারমুক ও নায়রাব ক্যাম্পে উপস্থিত দামেস্কপন্থি ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোও রাশিয়ার পক্ষ নিয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ এনজিও সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

কেএএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।