মিসরে ৭৮ কিশোরের কারাদণ্ড


প্রকাশিত: ০৪:৪৮ এএম, ২৭ নভেম্বর ২০১৪

মিসরে সেনাশাসনবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ৭৮ কিশোরকে দুই থেকে পাঁচ বছর মেয়াদী জেল দেওয়া হয়েছে। আলেকজান্দ্রিয়ার একটি কিশোর আদালত বুধবার ওই রায় দেয়। খবর আলজাজিরার।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্তদের বয়স ১৩ থেকে ১৭-এর মধ্যে। আদালতে শুনানিকালে দণ্ডপ্রাপ্ত কিশোরদের কোনো আইনজীবীকে ঢুকতে দেওয়া হয়নি। এমনকি তাদের আত্মীয়-স্বজনদেরও এজলাসের বাইরে রাখা হয়।

দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পতনের পর মুসলিম ব্রাদারহুডের নেতৃত্বে সেনাশাসনবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ওই বিক্ষোভে অংশগ্রহণের অভিযোগ ওই কিশোরদের গ্রেফতার করা হয়।

গত বছরের জুলাইয়ে মুরসিকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে মুরসি সমর্থক ও ইসলামপন্থীদের ওপর নির্যাতন চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।