টস জিতে ব্যাট করছে ভারত


প্রকাশিত: ০৩:৪৫ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করছে ভারত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নেপালের সংগ্রহ ৬ ওভার শেষে ১ উইকেটে ৩৯ রান।

রাহুল দ্রাবিড়ের অধীনে দারুণ উজ্জীবিত ভারত অনূর্ধ্ব-১৯ দল। সম্প্রতি দ্রাবিড়ের কোচিংয়ে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ জিতেছে ভারতীয় যুব দল। এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নিতে ভালো ভাবেই এগিয়ে যাচ্ছে তারা। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছে তিনবার, একবার হয়েছে রানার্সআপ।

এদিকে গ্রুপ পর্বে সবাইকে অবাক করে দিয়ে কোয়ার্টারে জায়গা করে নেন নামিবিয়া। এবার  ভারতকে হারিয়ে নতুন ইতিহাস গড়তে চায় এ দলটি।  

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।