আশুলিয়ায় ডাকাতের হামলায় নারী নিহত


প্রকাশিত: ০৬:০১ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

সাভারের আশুলিয়ায় ডাকাতদের হামলায় তাহমিনা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে নিরিবিলি এলাকার ইউসুফ হোসেন নামের এক ব্যবসায়ীর দোতলা বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এসময় ডাকাতরা বাড়ির কলিং বেল বাজালে তাহমিনা নামের ওই নারী তার স্বামী ইউসুফ হোসেন বাড়িতে এসেছে ভেবে ঘরের দরজা খুলে দেন। ডাকাতরা ঘরের ভিতরে প্রবেশ করে তাহমিনাকে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করে।

এসময় তাহমিনার ছেলে মাসুদুর রহমান বাধা দিলে ডাকাতরা তাকে হাত-পা বেঁধে রেখে ঘরের ভিতরে থাকা নগদ কয়েক লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করে। পালিয়ে যাওয়ার সময় ডাকাতরা এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি করে।

পরে তাহমিনার ছেলের চিৎকারে আশপাশের লোকজন ঘরের মধ্যগিয়ে ওই নারীকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, দুর্বৃত্তদের হামলায় ওই নারীর মৃত্যু হয়েছে। এটি পূর্ব শত্রুতার কারণেও হতে পারে। ডাকাতি কি-না সেটি তদন্ত করা হচ্ছে।

আল-মামুন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।