মানুষের আগ্রহ বাড়ছে সোশ্যালনেটে


প্রকাশিত: ০৮:১২ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

দেশীয় উদ্যোক্তাদের তৈরি সামাজিক যোগাযোগের নতুন মাধ্যম সোশ্যালনেট ডট কম ডট বিডিতে (www.socialnet.com.bd) বিভিন্ন সমস্যার সমাধান পাওয়া যাচ্ছে দ্রুত। ফলে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে এই সাইটে।

১৩ বছর বয়সী ও তার বেশি বয়সের যে কেউ সোশ্যালনেটে (www.socialnet.com.bd) নিবন্ধন করে আবেগ-অনুভূতি প্রকাশ, তথ্য আদান-প্রদান, ভিডিও চ্যাটিংসহ নানা সুবিধা পাচ্ছেন। এই সাইটটির বাড়তি কিছু সুবিধা আছে, যা ফেসবুকেও নেই দাবি উদ্যোক্তাদের।

সোশ্যালনেটে রয়েছে অনলাইন বেচাকেনা বা ই-কমার্সের সুবিধা, ব্লগ লেখা ও দলগত আলোচনার জায়গা, ব্যবসা-বাণিজ্যের তথ্য চালচালির সুযোগসহ আরও অনেক কিছু।

উদ্যোক্তারা বলছেন, বাংলাদেশের অ্যাডমিনের মাধ্যমে পরিচালনার কারণে এখানকার সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধকে প্রাধান্য দেয়া হয়েছে সাইট ডিজাইনে। দেশীয় কৃষ্টি আর নান্দনিকতার ছোঁয়া আছে এর সবখানে।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।