ইউপি সচিবদের ১০ম গ্রেডে মর্যাদার দাবি
ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবদের পদবী পরিবর্তনপূর্বক ১০ম গ্রেড স্কেলের মর্যাদা প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতি (বাপসা)। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান তারা।
১০ম গ্রেড স্কেলের মর্যদার পাশাপাশি বেতন, বোনাস আনুতোষিক, লামগ্রান্ট, বিনোদন ভাতাসহ যাবতীয় অর্থ শতভাগ সরকারি কোষাগার থেকে প্রদানের ব্যবস্থা এবং ইউনিয়ন কর্মচারীদের আর্থিক নিরাপত্তার লক্ষ্যে পেনশনের ব্যবস্থা নিশ্চিতকরণের দাবিও জানান তারা।
মানববন্ধনে সংগঠনের সাভাপতি শেখ হাসিবুর রহমান বলেন, দাবিসমূহ আগামী ৬ মার্চের মধ্যে সংশ্লিষ্ট বিভাগ বাস্তবায়নের পদক্ষেপ নিবে বলে আমরা আশাবাদী। উক্ত তারিখের মধ্যে বাস্তবায়নের ব্যবস্থা না করলে সচিবগণ দাবি আদায়ে কঠোর থেকে কোঠোরতর আন্দোলনে যেতে বাধ্য হবে।
মানববন্ধন শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান করা হবে বলেও জানান তিনি।
সংগঠনের সভাপতি শেখ হাসিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাসুদ পারভেজ, সাবেক সভাপতি এইচ এম রেজাউল করিম তুহিন, নির্বাহী সভাপতি আতিকুর রহমান, আব্দুল লতিফ মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
এএস/আরএস/এমএস