থাই বাণিজ্য প্রতিনিধি দলের সাথে চিটাগাং চেম্বারের মতবিনিময়


প্রকাশিত: ০৯:৩১ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

পোর্ট অথরিটি অব থাইল্যান্ড এবং পাবলিক অ্যান্ড বিজনেস সেক্টরসের (র‌্যানং) সফররত বাণিজ্য প্রতিনিধিদলের সাথে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা মতবিনিময় করেছেন।
 
বুধবার রাতে নগরীর একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- চেম্বার সভাপতি মাহবুবুল আলম, চেম্বার পরিচালক মাজহারুল ইসলাম চৌধুরী, মাহফুজুল হক শাহ, জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), এম. এ. মোতালেব, হাবিব মহিউদ্দিন, এস. এম. শামসুদ্দিন, অঞ্জন শেখর দাশ, মো. রকিবুর রহমান (টুটুল) ও মো. আরিফ ইফতেখার উপস্থিত ছিলেন।
      
থাইল্যান্ড পোর্ট অথরিটির অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস ডেভলপমেন্টের অ্যাসিসটেন্ট ডিরেক্টর জেনারেল লে. প্রজাক শ্রীওয়াথানা, ডেপুটি ডিরেক্টর সোমচাই হেমথং, র‌্যানং প্রদেশের গভর্নর সুরিয়া কানজানাসিল্প, ভাইস গভর্নর নারং ফোলা-ইয়াদ, থাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট মিংপ্যান্ট ছায়া, র‌্যানং চেম্বার অব কমার্সের চেয়ারম্যান সুদাপর্ন ইয়দপিনিজ, র‌্যানং ফেডারেশন অব থাই ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ম্যাথুস রানছিয়ানান, র‌্যানং কাস্টম হাউজের পরিচালক ক্রিসদা তংধামাচার্ত প্রমুখ।  

চেম্বার সভাপতি মাহবুবুল আলম প্রতিনিধি দলকে জানান, চট্টগ্রামে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম চার লেন মহাসড়ক সংলগ্ন মিরসরাই এবং কর্ণফুলীর নদীর অপর পাশে আনোয়ারায় নির্মিতব্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলে থাই প্রতিনিধিদলকে বিনিয়োগের আহ্বান জানান।

এছাড়া থাই মার্কেটে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস, কেমিক্যাল, চামড়াজাত পণ্য, ফ্রোজেন ফিশ, পাট ও পাটজাত পণ্য, সিরামিকস, প্লাষ্টিক, ফার্নিচার এবং তৈরি পোশাকের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে চট্টগ্রাম ও র‌্যানং পোর্টে সরাসরি শিপিং লাইন চালু করা গেলে বাণিজ্য ঘাটতি অনেকাংশে হ্রাস পাবে বলেও থাই প্রতিনিধিদলকে জানানো হয়।

থাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট মিংপ্যান্ট ছায়া বলেন, চিটাগাং চেম্বার তথা এ অঞ্চলের ব্যবসায়ীদের সাথে থাইল্যান্ডের সম্পর্ক দীর্ঘদিনের।  

জীবন মুছা/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।