কুমিল্লায় ডাকাত ধরতে গিয়ে ওসিসহ আহত ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৭ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

কুমিল্লায় ডাকাত ধরতে গিয়ে ধস্তাধস্তিতে ওসিসহ ৪ পুলিশ আহত হয়েছেন। এ সময় আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাতকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে জেলার হোমনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

আহতরা হলেন- হোমনা থানার ওসি আবুল ফয়সাল, এসআই নাজমুল, এসআই নুরুদ্দিন জাহাঙ্গীর ও কনস্টেবল স্বপন মিয়া।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে একদল ডাকাত জেলার দাউদকান্দির গৌরীপুর থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে ডাকাতি করতে যাচ্ছিল। পথিমধ্যে হোমনার চৌরাস্তা এলাকায় অটোরিকশাটিকে থামানোর জন্য সংকেত দেয় পুলিশ। এ সময় ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধরে ফেলে। ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তিতে ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।

হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল জানান, আটক ডাকাতরা হলেন- আকাশ, শফিক, সুমন, রবিউল ইসলাম, হবিউল্লাহ ও কবির। আটক ৬ ডাকাতের কাছ থেকে ১টি পাইপগান, ২ রাউন্ড গুলি, ২টি রামদা, ৪টি মুখোশ এবং ১টি লোহার গেট কাটার উদ্ধার করা হয়েছে।

কামাল উদ্দিন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।