ইউপি নির্বাচন : বাকেরগঞ্জে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ৬৬ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়াম্যান পদে প্রার্থী হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ৬৬ জন। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ডাকবাংলোর হলরুমে এ ফরম বিতরণ কার্যক্রম চলে।

এসময় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছ থেকে ফরম সংগ্রহ করেন ৬৬ জন মনোনয়ন প্রত্যাশী।

মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. শামসুল আলম চুন্নু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া, সহ-সভাপতি মানিক হোসেন মোল্লা, মুক্তিযোদ্ধা কাদের হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন, অমল চন্দ্র দাস শিবু, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান ডাকুয়া, প্রচার সম্পাদক নেয়ামত আব্দুল্লাহ প্রমুখ।


এদিকে দলীয় মনোনয়ন সংগ্রহকে কেন্দ্র করে ইউনিয়নগুলোতে বিরাজ করছিল আনন্দমুখর পরিবেশ।

সাইফ আমীন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।