বরিশাল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন


প্রকাশিত: ০২:১৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

বরিশালে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্নাঢ্য উদ্বোধন হয়েছে। সোমবার বিকালে নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. গাউস। তবে তিনি পটুয়াখালী অবস্থান করায় টেলিকনফারেন্সের মাধ্যমে টুনার্মেন্টের উদ্বোধন ঘোষণা করেন।  

জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার লুৎফর রহমান মন্ডল। অনুষ্ঠানে পায়রা মানব হিসাবে খ্যাত মো. রেজাউল কবির ৫ শতাধিক পায়রার প্রদশর্নী করেন। এছাড়া গাজীপুরের কাপাসিয়া এলাকার মো. মফিজুল ইসলাম ফুটবল নিয়ে নানান কসরত প্রদর্শন করেন।

টুনার্মেন্টে বরিশালের ১০টি উপজেলা দল ‘লাল গুচ্ছ’এবং ‘সবুজ গুচ্ছ’ নামে দুটি গ্রুপে ভাগ হয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টে অংশগ্রহন করছে। আগামীকাল মঙ্গলবার প্রথম ম্যাচে সবুজ গুচ্ছ গ্রুপে বাকেরগঞ্জ উপজেলা বনাম মেহেন্দিগঞ্জ উপজেলা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।