বিতর্ক প্রতিযোগিতায় জয় আছে পরাজয় নেই
বিতর্ক প্রতিযোগিতায় জয় আছে, কিন্তু পরাজয় নেই। বিতর্কে নিজের বক্তব্য, যুক্তি ধারালোভাবে উপস্থাপন করা যায়। এছাড়া বিতর্কের মূল্যবোধের মধ্যে রয়েছে মত প্রকাশের স্বাধীনতা।
সোমবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিতর্ক মঞ্চ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এসব কথা বলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে প্রতিযোগিতার চূড়ান্ত বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি। চূড়ান্ত এ বিতর্কের বিষয় ছিল ‘ক্রমবর্ধমান বেসরকারি বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষাকে পণ্যে পরিণত করছে।’ বিতর্ক শেষে সেমিনার কক্ষে পুরস্কার বিতরণী ও সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে ছিল দেশের অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম। অনুষ্ঠানের সার্বিক সহোযোগিতায় ছিল বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
এরআগে দুপুর ২টা থেকে জিআরই সেন্টারের সহযোগিতায় ‘উচ্চ শিক্ষা ও ভিশন ইউএসএ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিভিন্ন দিক-নিদের্শনামূলক বক্তব্য দেন জিআরই সেন্টারের সরোয়ার হোসেন শামীম ও তাহমিনা আক্তার মিলি।
সরকার ও রাজনীতি বিতর্ক মঞ্চের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ চন্দ্র রায়ের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- সরকার রাজনীতি বিভাগের সভাপতি বশির আহমেদ, প্রভাষক কামরুল হাসান, সরকার ও রাজনীতি বিতর্ক মঞ্চের সভাপতি আব্দুল কাদের মারজুক, জুডোর প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আহমেদ চৌধুরী, বর্তমান সভাপতি শেখ রাহাত রহমান প্রমুখ।
‘যৌক্তিকতায় উৎকর্ষিত হোক তরুণ প্রাণ’ এই স্লোগানকে সামনে রেখে ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ২৬টি দল অংশ নেয়।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিতর্ক মঞ্চ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া সংগঠনটি ক্যম্পাসে আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক বিষয়ক কর্মশালা, আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা ও বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের সংগঠনের পক্ষ থেকে বরণ করে থাকে।
হাফিজুর রহমান/এনএফ/আরআইপি