সিরিয়ায় হাসপাতালে হামলা যুদ্ধাপরাধ


প্রকাশিত: ০৫:২৭ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

সিরিয়ার উত্তরাঞ্চলে হাসপাতালে বিমান হামলাকে যুদ্ধাপরাধের সামিল বলে মন্তব্য করেছে ফ্রান্স এবং তুরস্ক। বিভিন্ন হাসপাতাল ও বিদ্যালয়ে হামলার ঘটনায় শিশুসহ অন্তত ৫০ জন মারা গেছে। সোমবারের এ ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। খবর বিবিসির।

জাতিসংঘ বলছে, সিরিয়ার উত্তরাঞ্চলের হামলার শিকার স্কুল ও হাসপাতালগুলোর মধ্যে আন্তর্জাতিক মেডিকেল দাতব্য সংস্থা মেডিসিনস সান ফ্রন্টিয়ারস (এমএসএফ) এর একটি হাসপাতাল রয়েছে। হামলায় ওই হাসপাতালে অন্তত সাতজন নিহত হয়েছে।

এমএসএফ বলছে, ইদলিব প্রদেশে তাদের হাসপাতালটিকে ইচ্ছেকৃতভাবে লক্ষ্য করা হয়েছে। ইদলিবের ওই হাসপাতালের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, ইসাবেলে ডেফরর্নি বলেছেন হাসপাতালটিকে অন্তত তিন থেকে চারবার বোমা হামলা করা হয়েছে এবং হাসপাতালটি ধ্বংস করে দেয়া হয়েছে।

এই হামলায় নিহত হয়েছে সাতজন। যাদের মধ্যে ৫ জন রোগী, একজন কেয়ারটেকার আর অন্যজন নিরাপত্তারক্ষী। এছাড়া হাসপাতালের আরো ৮ জন কর্মকর্তা এখনো নিখোঁজ রয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে, তারাও হয়তো নিহত হয়েছেন।

এই ধরনের কাজকে যুদ্ধাপরাধের সামিল বলে মন্তব্য করেছে ফ্রান্স। আর হামলার জন্য রাশিয়াকে দায়ী করছে সিরীয় মানবাধিকার কর্মীরা, তবে তাদের এই দাবী নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে, সিরীয় একজন কূটনীতিক বলছেন, ইদলিবের ওই হাসপাতালটিতে মার্কিন বিমান থেকে হামলা চালানো হয়েছে।

জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেছেন, এই ধরনের হামলা অস্ত্রবিরতির সম্ভাবনাকে অনেকটাই হুমকির মুখে ফেলে দিয়েছে। মিউনিখে একটি সম্মেলনে বিশ্ব নেতারা আগামী সপ্তাহ খানেকের মধ্যেই একটি যুদ্ধবিরতির চেষ্টা করছিলো। কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদ বলেছেন, শান্তিচুক্তির অর্থ এই নয় যে সব গোষ্ঠীর তাদের অস্ত্র জমা দেবে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।