মশায় অতিষ্ঠ জাবির শিক্ষার্থীরা


প্রকাশিত: ০২:৩৮ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

মশার কামড়ে অতিষ্ঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। এ বছর মশা নিধনে প্রশাসনের পক্ষ হতে এখনো পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি। ফলে দিন দিন মশার অত্যাচার বেড়েই চলছে। এ জন্য প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকাকে দায়ি করছেন শিক্ষার্থীরা।
 
সরেজমিনে ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলের পাশে ড্রেনগুলোতে পানি জমে রয়েছে। এসব ড্রেন দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয় না। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের হলগুলোর আশপাশের জলাশয় ও ডোবা কচুরিপানা ও অন্যান্য ময়লা পচে দুর্গন্ধ হয়ে পড়েছে। এসব অপরিষ্কার জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে অভিযোগ শিক্ষার্থীদের।

সংশ্লিষ্টরা বলছেন, শুধুমাত্র ওষুধ স্প্রে করে মশা কমানো যাবে না। বিশ্ববিদ্যালয়ের ড্রেনগুলোতে এবং আবদ্ধ জায়গায় যেন পানি জমে না থাকে, সেটা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ডোবা ও জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। প্রতি মাসে অন্তত দুইবার মশা মারার কেমিক্যাল ব্যবহার করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা জানান, ‘প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার কারণে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীরা প্রতিনিয়তই বিভিন্ন সমস্যায় ভোগান্তির শিকার হচ্ছেন। এ নিয়ে প্রশাসনের কোন মাথাব্যাথা নেই। একাধিকবার জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেয়া হয় না। কোন কিছু নিয়ে আন্দোলন না করা পর্যন্ত তা সমাধান করা হয়না।’

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভাপতি ও মওলানা ভাষানী হলের প্রভোস্ট অধ্যাপক সৈয়দ মো. হাফিজুর রহমান এ বিষেয় বলেন, ‘আজকে (মঙ্গলবার) থেকে মশা নিধনে কেমিক্যাল দেয়া শুরু করা হয়েছে’ । দ্রুতই আমরা এর সুফল পাবো।

হাফিজুর রহমান/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।