বাবারা পাচ্ছেন পিতৃত্বের ছুটি


প্রকাশিত: ০৫:২৫ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

পশ্চিমবঙ্গের পুরুষ সরকারি কর্মীরা এখন থেকে পিতৃত্বকালীন ছুটি পাবেন। পশ্চিমবঙ্গ সরকার এক প্রজ্ঞাপনে জানিয়েছে, বাবারা সদ্য প্রসূত সন্তানের লালন পালনের জন্য মোট ৩০ দিন বেতনসহ ছুটি নিতে পারবেন।

কেন্দ্রীয় সরকারের পুরুষ কর্মচারী বা অন্য অনেক বেসরকারি খাতের সংস্থাতে ইতোমধ্যেই পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা চালু রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের নারী কর্মচারীরা প্রসবের আগে পরে মোট ছয় মাস ছুটি পান। এই ছুটি অবশ্য দুটি সন্তান পর্যন্তই সীমাবদ্ধ।

এছাড়াও গোটা চাকরি জীবনে সন্তানের দেখভালের জন্য মোট দু`বছর ছুটি নিতে পারেন পশ্চিমবঙ্গের নারী কর্মচারীরা।

অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের পুরুষ কর্মচারীরা দুই পর্যায়ে মোট ৩০ দিন পিতৃত্বকালীন ছুটি নিতে পারেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সর্বশেষ বেতন কমিশন সুপারিশ করেছে যে পুরুষ কর্মচারীদেরও সন্তানকে দেখভালের ছুটি দেয়া হোক- যেমন ছুটি পান নারী কর্মকর্তা-কর্মচারীরা।

এই ছুটি যাতে ‘সিঙ্গেল ফাদার’রাও পেতে পারেন, সেই সুপারিশও করেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কমিশন।-বিবিসি

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।