কিউবা সফরে যাচ্ছেন ওবামা
আগামী মাসে কিউবা সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। স্নায়ুযুদ্ধের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হাভানা সফর করবেন। বুধবার হোয়াইট হাউজের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার হোয়াইট হাউস প্রেসিডেন্ট ওবামার কিউবা সফরের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। ওবামার ক্ষমতার শেষ বছরে এসে দীর্ঘদিনের বৈরী সম্পর্কের অবসানের এই সফরকে ঐতিহাসিক বলা হচ্ছে।
এছাড়া ওবামার কিউবা সফরকে সফল পররাষ্ট্রনীতির আরেক অর্জন বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউজের কর্মকর্তারা। তারা বলছেন, ৫৪ বছর পর কিউবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি ও দুই দেশের মাঝে ব্যবসা-বাণিজ্যের পরিসর বৃদ্ধিতে কাজ করছেন কূটনীতিকরা।
এর আগে ২০১৪ সালে কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অতীতের বৈরীতা ভুলে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয়।
এসআইএস/আরআইপি