ডিমলার ৮ ইউনিয়নে জাপার প্রার্থী ঘোষণা
নীলফামারীর ডিমলার ৮টি ইউনিয়নে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীদের নাম ও তালিকা প্রকাশ করা হয়েছে। নাউতরা আবিউননেছা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পার্টির যোগদান অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে এলাকাবাসীর পরিচয় করিয়ে দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাবেক সংসদ সদস্য আসিফ শাহরিয়ার।
এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নীলফামারী জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী, কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সাংগঠনিক সম্পাদক মাহবুব আলী বুলু, ডিমলা জাতীয় পার্টির উপজেলা সভাপতি আব্দুল লতিফ চৌধুরীসহ সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পশ্চিম ছাতনাই ইউনিয়নের সভাপতি জালাল উদ্দিন, বালাপাড়া ইউনিয়নে সম্পাদক এনামুল হক, ডিমলা সদর ইউনিয়নের জাতীয় পার্টির উপজেলা সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান রফিজুল ইসলাম, খগাখড়িবাড়ী ইউনিয়নের ইউপি সভাপতি হাসানুল রহমান, নাউতরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোশারফ হোসেন মিন্টু, গয়াবাড়ি ইউপি জাপা উপজেলা কমিটির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, খালিশা চাপানি ইউনিয়নের উপজেলা কমিটির সদস্য কামরুজ্জামান, ঝুনাগাছ চাপানি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান একরামুল হক চৌধুরীকে জাতীয় পার্টির প্রাথী হিসেবে চুড়ান্ত করা হয়েছে। এ সময় পূর্ব ছাতনাই ও টেপাখড়িবাড়ী ইউপি জাপার কোন প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
ডিমলায় ৩য় দফায় আগামী ২৩ এপ্রিল ১০টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জাহেদুল ইসলাম/এফএ/এসএস/এবিএস