মুক্তিযুদ্ধ নিয়ে বির্তক সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন


প্রকাশিত: ০৭:১৪ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কর্তৃক শহীদের সংখ্যা নিয়ে কটূক্তি ও মুক্তিযুদ্ধ নিয়ে বির্তক সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ আওয়ামী প্রচারলীগ। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে কটূক্তিকারী পাকিস্তানের এজেন্ড খালেদা জিয়া শহীদ মিনারে যাক তা আমরা চাই না।

সংগঠনের সভাপতি শেখ ইকবালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মজিবুল হক বাদলের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সভাপতি মন্ডলীয় সদস্য ইমতিয়াজ সাফদার, এজাজ আহমেদ পান্না ও রাশেদ চৌধুরী প্রমুখ।

এএস/জেএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।