কলকাতা বাণিজ্যমেলায় প্রধান আকর্ষণ প্রাণ-এর স্টল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২১ এএম, ২২ ডিসেম্বর ২০২২

ধৃমল দও, কলকাতা

কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে ২১তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা ২০২২ শুরু হয় ১৬ ডিসেম্বরে। ১৮ দিনব্যাপী বাণিজ্যমেলার এরই মধ্যে ছয়দিন শেষ হয়েছে।

এবারের বাণিজ্যমেলার ‘ফোকাস কান্ট্রি’ হিসেবে দেখানো হয়েছে বাংলাদেশ ও ইরানকে। ভারতের প্রায় সব রাজ্যসহ ২০টির বেশি দেশ থেকে আসা কোম্পানি মেলায় অংশ নিয়েছে।

মেলায় প্রধান আকর্ষণ হলো বাংলাদেশের অন্যতম শিল্পগোষ্ঠী প্রাণ গ্রুপের স্টল। বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে কলকাতা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় প্যাভিলিয়ন সাজিয়েছে বাংলাদেশের অন্যতম খাদ্যপ্রক্রিয়া ও বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রাণ। তাদের স্টলে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। কারণ এখান থেকে স্বল্পমূল্যে খাবার কিনতে পারছেন মেলায় আসা ক্রেতারা।

মেলায় ঘুরতে আসা কলকাতার বাসিন্দা অঙ্কিতা ভৌমিক বলেন, প্রাণ সবসময় আমার প্রিয়। প্রাণের পণ্য নিয়ে কোনো কথা হবে না, আমি সবসময় প্রাণের পণ্য কিনি। এবার এসে আলাদা স্বাদের বিস্কুট দেখলাম। আমার পছন্দের কেক ও বিস্কুট কিনেছি। প্রাণের লিচি ড্রিংকস সবসময় আমার পছন্দের।

মেলায় এসে মনোরঞ্জন সাহা জানান, প্রাণের গুণ ও মান সবই ভালো। পছন্দের অনেক কিছুই কেনা হয়েছে। এখন প্রাণের লিচি ড্রিংকস খেয়ে তৃষ্ণা মিটিয়ে বাড়ির দিকে রওনা দেবো।

প্রাণের স্টলের পাশে থাকা অন্য পণ্যের স্টলের কর্মীরা বিকেলের নাশতা করেন চায়ের সঙ্গে প্রাণের টোস্ট দিয়ে। অমিত বেড়ি নামের একজন জানান, প্রাণের পণ্য ছাড়া সকালে ছেলেমেয়েদের নাশতা হয় না, আমার পছন্দ প্রাণের ড্রাই কেক।

সকালে মেলা শুরুর পর থেকেই ক্রেতা-দর্শকরা আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা ও দর্শকদের সমাগম বেড়ে যায় এই মেলাতে।

এই বাণিজ্যমেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের প্রধান উপদেষ্টা (অব.) ড. আলাপন বন্দ্যোপাধ্যায় (আইএএস)। এছাড়াও উপস্থিত ছিলেন দ্য বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিএন্ডআই) সভাপতি সুবীর চক্রবর্তী, বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস প্রমুখ।

এমএসএম/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।