ইবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার ও উপ-উপাচার্য অধ্যাপক শাহীনুর রহমান।
পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও শিক্ষক সংগঠন, কর্মকর্তা-কর্মচারী সমিতি ও সংগঠন, বিভাগ ও হলসমূহ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া শহীদদের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ইবি প্রেস ক্লাব। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি নাজমুস সাকিব, যুগ্ম-সম্পাদক শরীফুল ইসলাম জুয়েল, শাহ-আলম, আসিফ খান, ফেরদাউসুর রহমান সোহাগ, শাহাদাত তিমির প্রমুখ।
এর আগে ২০ ফেব্রুয়ারি রাত ১১টা ৪৫ মিনিটে প্রশাসন ভবনের সামনে থেকে উপাচার্য ও উপ-উপাচার্যের নেতৃত্বে র্যালি নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করতে আসেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নিরবতা পালন ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসএস/আরআইপি