পঞ্চগড়ে পুরোহিত হত্যায় আইএসের দায় স্বীকার


প্রকাশিত: ০৪:৩০ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সন্তগৌরীয় মঠের পুরোহিত মহারাজ যজ্ঞেশ্বর রায় (৫০) হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। রোববার জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপের এক খবরে এ তথ্য জানানো হয়।

সাইটের খবরে বলা হয়েছে, আইএস বাংলাদেশের উত্তরাঞ্চলে শ্রী শ্রী সন্তগৌরীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে হত্যার দাবি জানিয়েছে। দেবীগঞ্জ উপজেলায় করতোয়া নদীর ধারে সকালে মঠে ঢুকে গলা কেটে হত্যা করা হয় এই ধর্মগুরুকে।

এ ঘটনায় অারেক পুরোহিত গোপাল চন্দ্র রায় গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ পুরোহিতকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ওই মঠের পুরোহিতসহ তিন সাধু পূজ আর্চনা করছিলেন। এ সময় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে দুর্বৃত্তরা। পুরোহিত যজ্ঞেশ্বর রায়কে চাপাতি দিয়ে জবাই করে তারা। এ সময় গোপাল চন্দ্র পালানোর চেষ্টা করলে তাকে গুলি করা হয়। তার পায়ে এবং হাত গুলিবিদ্ধ হয়। আরেক পুরোহিতের উপর ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা।

পঞ্চগড় জেলা পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহাম্মদ বলেন, জেলার সকল হিন্দু ধর্মশালায় নিরাপত্তা জোরদার ছিল। কারা হত্যাকারী এবং কী কারণে এমন হলো তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত বছর ঢাকায় ইতালির নাগরিক সিজারে তাভেল্লা এবং রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা, বগুড়ায় শিয়া মসজিদে এবং ঢাকায় শিয়া সমাবেশে হামলার পরও আইএসের দায় স্বীকারের খবর দিয়েছিল সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।