জবির রেনেসাঁ ডিবেটিং ক্লাবের সভাপতি নাছের, সম্পাদক সাইফুর
আবু নাছের ভূইয়াকে সভাপতি ও সাইফুর রহমানকে সাধারণ সম্পাদক করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রেনেসাঁ ডিবেটিং ক্লাবের কার্য নির্বাহী কমিঠি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে বিভাগীয় কক্ষে মডারেটর মোহ. খালেদ সাইফুল্লাহ্ এ কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আরিফুল ইসলাম, রাইসুল ইসলাম, শারমিন আক্তার ও তাহমিনা সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ হাসান হেলাল, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ শাহীন, অর্থ সম্পাদক নুসরাত জাহান নূপুর, সহ-অর্থ সম্পাদক মারুফ বিল্লাহ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, দফতর সম্পাদক জাভিদ আনজুম, সহ-দফতর সম্পাদক তাহমিনা আক্তার, তথ্য ও গবেষণা সম্পাদক আবু নোমান মো. রাকিব, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আশরাফুল আবেদীন।
এছাড়াও কার্য নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, আল মামুন, রুকাইয়া খাতুন, ফরিদ শেখ, কামরুল ইসলাম ইমন, আল আমিন হুসাইন, ইমা আক্তার, মাসুম বিল্লাহ ও আবদুল্লাহ আল মাহদী।
এসএম/এসকেডি/আরআইপি