ডিএসইর পরিচালক পদে রকিবুর ও মিনহাজের মনোনয়ন দাখিল
আসছে মার্চে অনুষ্ঠিতব্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক পদে নির্বাচনে লড়তে মনোনয়নপত্র দাখিল করেছেন ডিএসইর সাবেক সভাপতি ও মিডওয়ে সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. রকিবুর রহমান এবং বিএলআই সিকিউরিটিজের এমডি মিনহাজ মান্নান ইমন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ১৫ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ ছিল নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
নির্বাচনের তফসিল অনুযায়ী প্রার্থিতা বাতিল বা প্রত্যাহারের শেষ দিন ৭ মার্চ। ওই দিন বিকেল ৫টায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
রকিবুর রহমানের নাম প্রস্তাব করেছেন ধানমণ্ডি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান খান ও সমর্থন জানিয়েছেন মডার্ন সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক খুজিস্তা নূর-ই নাহরীন। অন্যদিকে মিনহাজ মান্নান ইমনের নাম প্রস্তাব করেছেন এডি হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক ফারজানা আজিম ও সমর্থন জানিয়েছেন মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মোজাম্মেল হক।
ডিএসইর নির্বাচন বিষয়ে তিন সদস্যের কমিশন গঠন করা হয়েছে। কমিটি প্রধান সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আবদুস সামাদ। এছাড়া অপর দুই সদস্য হলেন- হারুন সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন-উর-রশিদ এবং এম অ্যান্ড জেড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম মনজুর উদ্দিন আহমেদ।
উল্লেখ্য, স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনাকে আলাদা করার অর্থাৎ ডিমিউচুয়ালাইজেশনের শর্ত অনুসারে প্রথম বছর চারজন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হন। এরপর থেকে প্রতিবছর একজন পরিচালক অবসরে যাবেন এবং তার বিপরীতে নতুন একজনকে যুক্ত করা হবে।
এসআই/এনএফ/আরআইপি