ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমাদানে বাধার অভিযোগ বিএনপির
দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির শতাধিক চেয়ারম্যান প্রার্থীকে মনোনয়নপত্র জমাদানে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারে তাদেরকে ভয়-ভীতি ও হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ বিএনপির।
মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ অভিযোগ করেন।
ইউপি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করে রিজভী বলেন, বাগেরহাট, ঝালকাঠি, খুলনা, সাতক্ষীরা ও মুন্সীগঞ্জ জেলায় বিএনপির শতাধিক চেয়ারম্যান প্রার্থীকে মনোনয়নপত্র জমাদানে বাধাপ্রদানসহ নানাভাবে হয়রানি ও হুমকি দেয়া হচ্ছে। এমন পরিবেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
তিনি আরো বলেন, সরকার ইউপি নির্বাচনকে আরেকটি দখলবাজি মহড়ার একটি উৎকৃষ্ট মডেল বানাতে চায়। সে জন্যই সরকার ও নির্বাচন কমিশন যমজ ভায়ের মতো একযোগে কাজ করে চলছে। জনগণ জানে, আসন্ন ইউপি নির্বাচনের পরিণতি কী হবে। সুতরাং যতক্ষণ পর্যন্ত না এই জবরদখলকারী সরকারের পতন ঘটবে ততদিন মানুষ তার অধিকার ফিরে পাবে না। বহুদলীয় গণতন্ত্রে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের অধিকার নিশ্চিত হবে না।
এ প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, একমাত্র আন্দোলনের পথই হচ্ছে চূড়ান্ত পথ। এই সরকারের অধীনে নির্বাচন মানেই দখলবাজি আর কেড়ে নেয়ার মহোৎসব। সুতরাং নিজেদের অধিকার আদায়ের জন্য সম্মিলিতভাবে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর এটিই হবে নির্বাচনী প্রহসনের উপযুক্ত জবাব।
সংবাদ সম্মেলনে বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, আসাদুল করিম শাহীন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএম/আরএস/পিআর