আফগানিস্তানে ৭০ তালেবান নিহত


প্রকাশিত: ১২:৪৩ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৪

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৭০ তালেবান নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এ পরিসংখ্যান প্রকাশ করেছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির বিভিন্ন স্থানে সেনা অভিযানে প্রাণ হারিয়েছে অন্তত ৩৭ তালেবান গেরিলা। এ সময় ২১টি বোমা নিস্ক্রিয় করতে সক্ষম হয়েছে তারা। এছাড়া রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত সাত সেনা প্রাণ হারিয়েছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কয়েকটি প্রদেশে অভিযান চালিয়েছে পুলিশ বাহিনী। এর ফলে ৩৩ তালেবান গেরিলা প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরও ছয় জন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানান, পুলিশের অভিযানের সময় তালেবানের বেশ কিছু অস্ত্র ও বোমা উদ্ধার করা সম্ভব হয়েছে। আফগানিস্তানের বিভিন্ন স্থানে তালেবানের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।