ভারতে অনলাইনে অর্ডার করা বিরিয়ানি খেয়ে তরুণীর মৃত্যুর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৮ এএম, ০৮ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

 

ভারতের কেরালা রাজ্যে অনলাইনে অর্ডার করা বিরিয়ানি খেয়ে অঞ্জু শ্রী পার্বতী নামে এক তরুণীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (৭ জানুয়ারি) সকালে কেরালার কাসারগড় জেলায় হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

জানা গেছে, গত ৩১ ডিসেম্বর ২০ বছর বয়সী ওই তরুণী স্থানীয় একটি হোটেল রোমানসিয়া থেকে অনলাইনে অর্ডার করে কুঝিমন্তী নামের বিরিয়ানি এনে খেয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, ওই খাবার খেয়ে অসুস্থ বোধ করলে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে আরেকটি বেসরকারি হাসপাতালে ভর্তির পর সেখানেই তার মৃত্যু হয়। তার মা-বাবা থানায় অভিযোগ করার পর একটি মামলা হয়েছে।

এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। তিনি বলেন, ঘটনার বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য ফুড সেফটি কমিশনারকে নির্দেশও দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা প্রমাণিত হলে হোটেলটির লাইসেন্স বাতিল করা হবেও জানিয়েছেন তিনি।

সূত্র: এনডিটিভি

এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।