নিজেকে স্বৈরাচার বলে স্বীকার করলেন এরশাদ
নিজেকে ‘স্বৈরাচার’ বলে স্বীকার করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, যদি আমার মত আরো স্বৈরাচার থাকতো তবে দেশ আরো উন্নত হতো।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এরশাদ তার আত্মজীবনী গ্রন্থ ‘আমার কর্ম, আমার জীবন’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন।
এরশাদ বলেন, কীভাবে আমি স্বৈরাচার হলাম। কেনো স্বৈরাচার হলাম এর বর্ণনা আছে আমার আত্মজীবনীতে। এরমধ্যে প্রতিটি কথা সত্য। কেনো এখনও বলি, যদি আমার মত আরো স্বৈরাচার জন্মগ্রহণ করতো তাহলে বাংলাদেশ আরো অনেক উন্নত দেশ হতে পারতো। তারও বর্ণনা আছে এতে (বইয়ে)।
মোড়ক উন্মোচন করেন সমাজবিজ্ঞানী, লেখক, সাবেক মন্ত্রী ড. মীজানুর রহমান শেলী। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সচিব মোকাম্মেল হক, মফিজুল ইসলাম, ছড়াকার রফিকুল হক দাদু ভাই এবং হুসেইন মুহম্মদ এরশাদ নিজে।
বইটিতে ৯ বছর রাষ্ট্রক্ষমতা, বিরোধী রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে ক্ষমতা ছেড়ে দেয়া, বিয়ে, জেল জীবনসহ প্রায় সব বিষয়ই উঠে এসেছে। তবে নেই জিনাত মোশাররফ, বিদিশাসহ তার বান্ধবীদের কোনো বিষয়!
আকাশ প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটির মূল্য ধরা হয়েছে ১২শ’ টাকা।
এএম/এসএইচএস/এএইচ/আরআইপি