প্রিয়াঙ্কাকে কংগ্রেস প্রধান করার দাবি
প্রিয়াঙ্কা গান্ধীকে কংগ্রেসের প্রধান করতে রাহুলের কাছে দাবি জানিয়েছেন উত্তর প্রদেশের রায়বেরিলির নেতাকর্মীরা। তাদের মতে একমাত্র প্রিয়াঙ্কা গান্ধীই অমিত শাহর জবাব হতে পারেন, আর কেউ নয়।` গতকাল বুধবার তারা এ আহ্বান জনান। খবর :ইন্ডিয়া টুডে।
গত লোকসভা নির্বাচনের পর থেকে ভারতে ক্রমে বিজেপির পাল্লা ভারী হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সর্বভারতীয় পার্টির সভাপতি অমিত শাহর নেতৃত্বে বিজেপি যেভাবে এগোচ্ছে, তাতে সর্বনাশ দেখছেন কংগ্রেসের অনেক নেতাকর্মী। এ অবস্থায় কংগ্রেসপ্রধান সোনিয়া গান্ধী তনয়া প্রিয়াঙ্কাকেই তারা অমিত শাহর উপযুক্ত প্রতিদ্বন্দ্বী বলে মনে করছেন। গত মাসেও মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর প্রিয়াঙ্কাকে দলে গুরুত্বপূর্ণ পদে আনতে দাবি জানিয়ে বিক্ষোভ করেছিলেন কংগ্রেস কর্মীরা।
তারও আগে গত মে মাসে লোকসভা নির্বাচনের পরও প্রিয়াঙ্কাকে সামনে আনার দাবিতে বিক্ষোভ হয়েছিল। কংগ্রেসপ্রধান সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা অবশ্য কখনোই সক্রিয় রাজনীতিতে জড়াতে আগ্রহ দেখাননি, তবে দলের নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করছেন তিনি। উত্তর প্রদেশে মা সোনিয়া ও ভাই রাহুল গান্ধীর হয়ে বিভিন্ন নির্বাচনের প্রচারেও অংশ নেন তিনি। কংগ্রেসে নির্বাচনে পরাজয়ের পর প্রিয়াঙ্কাকে দলে নেতৃত্বে আনতে জোরাল দাবি উঠে। এ নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনার সৃষ্টি হয়। তবে প্রিয়াঙ্কা এসব জল্পনা কান দেন নি। গত আগস্ট মাসে কংগ্রেসের মুখপাত্র শোভা ওজা জানিয়েছিলেন সবাই চায় গান্ধী পরিবারের সকল সদস্যই রাজনীতিতে আসা উচিত। আমারা চাই তারা তিনজনই কংগ্রেসের নেতৃত্বে আসুক। এত দল শক্তিশালী হবে।