সংস্কারের জন্য ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে কুমারী সেতু
বান্দরবান পার্বত্য জেলার লামা-আলীকদম-চকরিয়া সড়কের কুমারী সেতুটি (বেইলি ব্রিজ) সংস্কার কাজের জন্য বৃহস্পতিবার ভোর থেকে ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগ।
সড়ক বিভাগ সূত্রে আরো জানা গেছে, জেলার লামা-আলীকদম ও কক্সবাজারের চকরিয়া সড়কের কুমারী সেতু সংস্কার কাজের জন্য বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত সড়কটি বন্ধ থাকবে। এ সময় পর্যন্ত দুই উপজেলা সড়কের যান চলাচল বন্ধ থাকবে।
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) বান্দরবান জেলায় কর্মরত উপ-প্রকৌশলী মোহাম্মদ ইউছুপ বলেন, ঝুঁকিপূর্ণ ব্রিজটি মেরামতের জন্য সেতুর উপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
সৈকত দাশ/এফএ/এমএএস/এবিএস