যমুনা কারখানা থেকে ১৯ জেলায় সার পরিবহন বন্ধ


প্রকাশিত: ০৯:২১ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আওয়ামী লীগ নেতাকে লাঞ্ছিত করার প্রতিবাদে তিনদিন ধরে তারাকান্দি এলাকায় ট্রাক-ট্যাংকলরি মালিক সমিতির অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। এতে তারাকান্দিস্থ যমুনা সার কারখানা থেকে ১৯ জেলায় পরিবহন বন্ধ রয়েছে।

জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি হাটবাজারের ইজারা দরপত্র ক্রয়কে কেন্দ্র করে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রফিককে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজুসহ তার লোকজন। এসময় রফিকুল ইসলামকে ওই কার্যালয়ে আধঘণ্টা আটকে রাখা হয়।

খবর পেয়ে রফিকের লোকজন তাকে উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনার প্রতিবাদে ২৩ ফেব্রুয়ারি থেকে তারাকান্দি ট্রাক-ট্যাংকলরি মালিক সমিতির নেতারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়। এতে গত তিনদিন যাবৎ তারাকান্দি যমুনা সার কারখানা থেকে উত্তরবঙ্গসহ ১৯ জেলার সার পরিবহন বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সকালে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফ্লোরা বিলকিস জাহান এবং অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক ঘটনাস্থল পরির্দশন করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে পোগলদিঘা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে ছাত্রলীগসহ সার কারখানা শ্রমিকরা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে তারাকান্দি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে।

শুভ্র মেহেদী/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।