ত্রিপুরা বিধানসভা নির্বাচন

রাজ্যের মুখ্য নির্বাচন কর্মকর্তার কাছে বিজেপির নালিশ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১৯ পিএম, ২৪ জানুয়ারি ২০২৩
ত্রিপুরার আইনমন্ত্রী রতন লাল নাথ

ত্রিপুরা সংবাদদাতা

নির্বাচনের তারিখ ঘোষণার পর ভারতের ত্রিপুরা রাজ্যে কিছুক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে বলে দাবি করেছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা। সোমবার (২৩ জানুয়ারি) এসব সমস্যা সমাধানের লক্ষ্যে রাজ্যের মুখ্য নির্বাচন কর্মকর্তা কিরণ গিত্যকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রাজ্য বিজেপি।

বিজেপির পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি মূখ্য নির্বাচন কর্মকর্তাকে আরও জানায়, নির্বাচনের কাজে নিযুক্ত বেশ কয়েকজন কর্মকর্তা ও  কর্মী ইচ্ছা করেই রাজ্যের বিভিন্ন জায়গায় টাঙানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে কালি লাগিয়ে দিচ্ছেন।

আরও পড়ুন> সুষ্ঠু-অবাধ নির্বাচনের লক্ষ্যে ত্রিপুরায় কঠোর হচ্ছে প্রশাসন

এ ধরনের কর্মকাণ্ডকে ক্রিমিনাল অফেন্স বা সন্ত্রাসমূলক কর্মকাণ্ড বলছেন বিজেপি নেতারা। কারণ তাদের দাবি, প্রধানমন্ত্রী কখনই কোনো দলের নন। তিনি দেশের সবার প্রধানমন্ত্রী। কাজেই যারা এ ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে দ্রুততার সাথে ব্যবস্থা নিতে হবে।

এর আগে রাজ্য নির্বাচন কর্মকর্তার কাছে নিজেদের নেতাদের ছবিতে কালি লাগিয়ে দেওয়াসহ একাধিক অভিযোগ জানান কংগ্রেস নেতারা। কিন্তু রাজ্য বিজেপির নেতারা বলছেন কংগ্রেস নেতাদের এমন সব অভিযোগের কোনো ভিত্তি নেই।

আরও পড়ুন> ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা

jagonews24

 

সোমবার মুখ্য নির্বাচন কর্মকর্তার অফিস থেকে বেরিয়ে ত্রিপুরা রাজ্য মন্ত্রিসভার সদস্য তথা আইনমন্ত্রী রতন লাল নাথ বলেন, ১৮ জানুয়ারি জিরানিয়া এলাকায় প্রশসানের অনুমতি ছাড়ায় বাইক র‌্যালি করতে গিয়েছিল কংগ্রেস। তাতেই সংঘর্ষের সূত্রপাত ঘটে। সেদিনের ওই ঘটনার জন্য কংগ্রেসের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।

এদিন অবাধ-সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রতিনিধি দলটি একাধিক বিষয়ে নির্বাচন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে। এ সময় রাজ্যের আইনমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে ছিলেন বিজেপি নেতা ডা. অশোক সিনহা, বলাই গোস্বামী, সুনিত সরকার ও মৃণাল কান্তি নাথ।

আরও পড়ুন> লিখিত প্রতিশ্রুতি ছাড়া জোট নয়: মহারাজা প্রদ্যোৎ 

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।