এক-এগারোর সঙ্গে জড়িতদের বিচার করতে হবে : নাসিম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, আর কোনো দিন যাতে কেউ দেশে ১/১১`র মত ঘটনা না ঘটাতে পারে সেজন্যই তদন্ত কমিশন গঠন করে ওই ঘটনার সঙ্গে জড়িতদের বিচার করতে হবে।
বৃহষ্পতিবার রাজধানীর একটি হোটেলে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নাসিম বলেন, রক্ত দিয়ে মায়ের ভাষা অর্জিত হয়েছে। রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। তাই তদন্ত কমিশন গঠন করে ১/১১`র ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দেয়া উচিত।
রাজধানীর উত্তরায় ৬০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণের লক্ষ্যে জাপানের শিপ হেলথকেয়ার হেল্ডিংসের সঙ্গে বাংলাদেশ আইচি মেডিকেল গ্রুপের এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাপানের শিপ হেলথকেয়ার হেল্ডিংসের পক্ষে চেয়ারম্যান হিরোতাকা ওগাওয়া ও বাংলাদেশ আইচি মেডিকেল গ্রুপের পক্ষে চেয়ারম্যান ডা. মো. মোয়াজ্জেম হোসেন এই চুক্তি স্বাক্ষর করেন।
এর আগে আলোচনা সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল, জাপান দূতাবাসের প্রথম সচিব তাকেসি মাতসুনাগে, জেটারোর বাংলাদেশ প্রতিনিধি কেই কায়ানো, শিপ-আইচি মেডিকেল সার্ভিসের নির্বাহী পরিচালক হিরোইউকি কোবায়েসি প্রমুখ বক্তব্য রাখেন।
এএসএস/একে/এবিএস