শিপ হেলথকেয়ারের সঙ্গে আইচি মেডিকেল গ্রুপের চুক্তি সই


প্রকাশিত: ০২:০৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর উত্তরায় ৬০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণের লক্ষ্যে জাপানের শিপ হেলথকেয়ার হোল্ডিংসের সঙ্গে একটি চুক্তি সই করেছে বাংলাদেশের আইচি মেডিকেল গ্রুপ।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। জাপানের শিপ হেলথকেয়ার হেল্ডিংসের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান  হিরোতাকা ওগাওয়া ও আইচি মেডিকেল গ্রুপের চেয়ারম্যান  ডা. মো. মোয়াজ্জেম হোসেন।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্যপ্রতিমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব  অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান,  জাপান দূতাবাসের প্রথম সচিব তাকেসি মাতসুনাগে, জেটরোর বাংলাদেশ প্রতিনিধি কেই কায়ানো ও শিপ-আইচি মেডিকেল সার্ভিসের নির্বাহী পরিচালক হিরোইউকি কোবায়েসি।

মো. নাসিম বলেন, জনগণকে স্বাস্থ্যসেবা দিতে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও সরকার উৎসাহ দিয়ে যাচ্ছে। বাংলাদেশ প্রতিবছর নতুন নতুন মেডিকেল হাসপাতাল প্রতিষ্ঠা করা হচ্ছে। জেলা ও থানা পর্যায়ের হাসপাতালগুলোর রোগীদের আসন বাড়ানো হচ্ছে।

শিপ-আইচি মেডিকেল সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মোয়াজ্জেম হোসেন বলেন, নতুন এ বিশেষায়িত হাসপাতালটির ২০ ভাগ সিট দরিদ্র ও আর্থিকভাবে অস্বচ্ছলদের জন্য বরাদ্দ থাকবে। যেখানে সম্পূর্ণ বিনাখরচে চিকিৎসাসেবা দেয়া হবে।

আরএম/এসকেডি/আরআইপি

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।