সকালের খবরের প্রকাশক-সম্পাদকের বিরুদ্ধে সিলেটে মামলা


প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

বহিষ্কারাদেশ চ্যালেঞ্জ করে দৈনিক সকালের খবরের প্রকাশক-সম্পাদকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন পত্রিকাটির সাবেক বিশেষ প্রতিনিধি চৌধুরী মুমতাজ আহমদ।

বৃহস্পতিবার সিলেটের সিনিয়র সহকারী জজ আদালতে এ স্বত্ব মামলা (নং : ৩৪) দায়ের করেন তিনি।

মামলায় সকালের খবরের প্রকাশক ও সাবেক সম্পাদক রোমো রউফ চৌধুরী, সম্পাদক ও সাবেক বার্তা সম্পাদক কমলেশ রায়, মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক, উপ ব্যবস্থাপক কাজী আসাদুর রহমান, ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মুকুল শাহরিয়ার, যুগ্ম বার্তা সম্পাদক তারিক উল ইসলাম, সেন্ট্রাল ডেস্ক ইনচার্জ আরিফ জাকারিয়াকে বিবাদী করা হয়েছে।

মামলায় চৌধুরী মুমতাজ অভিযোগ করেন, ২০১১ সালের ১ এপ্রিল দৈনিক সকালের খবরে যোগদানের পর থেকে তিনি সূচারুরূপে দায়িত্ব পালন করে আসছিলেন। এমন অবস্থায় ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে বানোয়াট, ভিত্তিহীন ও অবাস্তব অভিযোগ এনে তাকে অন্যায়ভাবে পত্রিকাটির দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়। আদালতে তিনি এর প্রতিকার প্রার্থনা করেন।

বাদীপক্ষে মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট এ এইচ ইরশাদুল হক।

ছামির মাহমুদ/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।