জাবিতে দু’দিনব্যাপি ‘জাতীয়তাবাদ ও ধর্ম’ বিষয়ক সম্মেলন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপি ‘জাতীয়তাবাদ ও ধর্ম’ শীর্ষক এক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার সকাল ১০টায়বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সম্মেলনটির উদ্বোধন করবেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
বৃহস্পতিবার বিকেলে নৃবিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান বিভাগের শিক্ষক ও সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা।
লিখিত বক্তব্যে অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা বলেন, ‘সমসাময়িক বিশ্ব ও বাংলাদেশে সামাজিক ও রাজনৈতিক জীবনে জাতীয়তাবাদ এবং ধর্ম গুরুত্বপূর্ণ দুটি বিষয়। উত্তর উপনিবেশবাদ পর্যায়ে জাতীয়তাবাদ নতুন রূপে আবির্ভূত হচ্ছে। এবং সামাজিক একাডেমিক ও রাজনৈতিক চর্চার ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। একই সময়ে পশ্চিমা বিশ্বে ব্যক্তি স্বাতন্ত্রবাদ ব্যাপকভাবে চর্চিত হচ্ছে। ‘জাতীয়তাবাদ’ ও ‘ধর্ম’ সম্পর্কে আলোচনাপূর্বক এই দুটির পারস্পরিক সম্পর্ক উন্মোচন করাই এই সম্মেলনের উদ্দেশ্য।’
শনিবার থেকে শুরু হতে যাওয়া এ সম্মেলনে ‘বহুজাতিক প্রেক্ষাপটে ধর্মের চর্চা’, ‘জাতিতত্ত্ব, সংখ্যালঘু ও পরিচয়ের রাজনীতি’, ধর্মনিরপেক্ষ ও ঐতিহ্য’, ‘সমসাময়িক বিশ্বে হিজাবের চর্চা’, ‘লিঙ্গ ও জাতিগত রাষ্ট্র’, ‘বহুবিধ পরিচয় নির্মাণ ও জাতি রাষ্ট্রের ভূমিকা’, ‘শাহবাগ: জাতি ও জাতীয়তাবাদ’, ‘ধর্ম, বিশ্বাস ও ধার্মিকতার আন্দোলন’ শীর্ষক ৮টি প্যানেলে ২৫টি প্রবন্ধ উপস্থাপিত হওয়ার কথা রয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের আয়োজনে সম্মেলনে দেশের ১৩টি বিশ্ববিদ্যালয় থেকে আগত অর্ধশতাধিক শিক্ষক, গবেষক ও শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ করার কথা রয়েছে। সম্মেলনে রেজিস্ট্রেশন করা ডেলিগেট ছাড়া অন্য শ্রোতাদের জন্যও অংশগ্রহণ উন্মুক্ত থাকবে।
হাফিজুর রহমান/বিএ