সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলতে চাই: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, শিক্ষার্থীদের মনে রাখতে হবে আমাদের শক্তি রাস্তায় উল্টোপথে গাড়ি চালানো নয়, হম্বিতম্বি দেখানো বা মারামারি করার মধ্যেও নয়। সবাইকে সঙ্গে নিয়ে চলার মধ্যেই আমাদের শক্তি। সমাজের কৃষক, শ্রমিক, বিদ্যালয়, মহাবিদ্যালয়, মাদরাসা, মন্দির, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সবার সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে চলতে চাই।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রথমবার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ‘প্রপঞ্চ জুলাই: দেখা না দেখা পেরিয়ে’ শীর্ষক অনুষ্ঠানমালা উদ্বোধন করেন উপাচার্য। অনুষ্ঠানমালার মধ্যে ছিল- সেমিনার, স্মৃতিচারণ, প্রবন্ধ প্রতিযোগিতা, আলোচনা সভা, প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনা।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আজকের নতুন বাংলাদেশ পাওয়ার পেছনে অনেক মানুষের অবদান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকলে সমাজের সবাই এগিয়ে আসেন। তাই সমাজের পাশেও আমাদের দাঁড়াতে হবে। মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা খুব জরুরি।
- আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন সোহেল তাজ
গোপালগঞ্জে সহিংসতা নিয়ে পুলিশের প্রতিবেদনে যা বলা হয়েছে
জুলাই যোদ্ধাদের ঋণ আমরা পুরোপুরি শোধ করতে পারবো না উল্লেখ করে তিনি বলেন, তারপরও কিছুটা দায় শোধ করতে এবং তাদের প্রতি সম্মান জানাতে বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিক বেশকিছু অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। আনুষ্ঠানিকতার বাইরেও বিভিন্ন প্ল্যাটফর্মে এ ধরনের উদ্যোগগুলো টিকিয়ে রাখতে হবে। শিক্ষক-শিক্ষার্থীদের আন্তঃসম্পর্ক উন্নয়নে ঐক্যবদ্ধ কাজ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
আজকের সেমিনারে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপারসন অধ্যাপক ড. ফাতেমা রেজিনা ইকবাল। এতে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সালমা আক্তার এবং অধ্যাপক ড. সামিনা লুৎফা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান আলোচনায় অংশ নেন।
দুটি গ্রুপে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ক গ্রুপে প্রথম তানভীর আহমেদ রিফাত, তানভীর ওয়াহেদ খান ও মো. আতিক শাহরিয়ার (যৌথভাবে ২য়), গিয়াস উদ্দীন ও আজমাইন ফারহীন (যৌথভাবে ৩য়)। খ গ্রুপে প্রথম মামুনুর রশিদ, দ্বিতীয় মুজাহিদুল ইসলাম এবং তৃতীয় জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানের ২য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এফএআর/কেএসআর/জেআইএম