বরিশাল বিভাগ হবে স্বচ্ছ নির্বাচনের মডেল
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, প্রথম দফা ইউপি নির্বাচনে বরিশাল বিভাগে যে নির্বাচন হবে, তা হবে স্বচ্ছ নির্বাচনের একটি মডেল। এ নির্বাচনে যার ভোট, যাকে ইচ্ছে তাকে দেবে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল বিভাগীয় কমিশনার সভাকক্ষে ইউপি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিশন সকল ব্যবস্থা গ্রহণ করবে। এসময় প্রশাসনের সকল কর্মকর্তাদের অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্নে নানাদিক নির্দেশনা প্রদান করেন তিনি।
সবার জন্য সমান-সুযোগ ও কোনো প্রার্থীকে হুমকি ও হয়রানির সম্মুখিন যেন না হতে হয়, তা গুরুত্ব সহকারে দেখার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন এবং তাদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণেরও আদেশ দেন তিনি।
বিভাগীয় কমিশনার মো. গাউসের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, ডিআইজি হুমায়ুন কবির, পুলিশ কমিশনার লুৎফর রহমান মন্ডল ও জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকতা মীর শাহজাহান প্রমুখ।
সভায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আ. হালিমসহ বরিশাল বিভাগের নির্বাচন ও শিক্ষা কর্মকর্তাসহ ছয় জেলার পুলিশ সুপার অংশ নেন।
পরে নির্বাচন কমিশনের আঞ্চলিক সার্ভার স্টেশনের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার।
সাইফ আমীন/এআরএ/আরআইপি